শাল্লায় বিএনপির আনন্দ মিছিল


FavIcon
অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় আনন্দ মিছিল করে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে মিছিলটি শাল্লার প্রধান সড়ক প্রদক্ষিন শহীদ মিনারে সামনে শেষ করে একটি সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশ শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির মিয়ার সভাপতিত্ত্বে ও যুগ্ন সাধারণত সম্পাদক সিরাজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির সহ-সভাপতি আলী আমজদ মিয়া, বিএনপি নেতা দামপুর মাদ্রাসার সহ: শিক্ষক আব্দুল করিম মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাহাতাব মিয়া, সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, কৃষকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক একরামুল হুসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজ্জাক মিয়া, সিনিয়র যুগ্ন-আহবায়ক দুলাল মিয়া, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, ছাত্রদের আহবায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাপন, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসাইন, ছাত্রদলের সাবেক সেক্রেটারি হুসেন সাগর, ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ হুসেন প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।