শীতবস্ত্র বিতরণের জন্য ইউথ হাব'র সভা


FavIcon
অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

শীতবস্ত্র বিতরণের জন্য  সোমবার (৪ নভেম্বর) ইউথ হাব'র এক সভা মেজরটিলার একাডেমাস কোচিং হোম-এ অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় নতুন-পুরাতন শীতবস্ত্র, নগদ টাকা সহযোগীতা করে ইউথ হাব-কে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

উক্ত সভায় ইউথ হাবের সাথে  যোগাযোগের জন্য ০১৭৪৬ ১৫১৫৬০, ০১৭২২ ৬৩৫২৫২, ০১৫২১ ৩৩৫৪৫৯, ০১৬২৯ ৪৫৬১৮৫ নাম্বার ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

 জুবের আহমদ এর সভাপতিত্বে ও প্রভাষক আকতার হোসাইনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুহুল আমিন চৌধুরী, পিংকি মনি মুন্ডা, তাসলিমা আক্তার,ফৌজিয়া আফরিন শিফা,আমিনুল হক রুহেল, আরমান আহমেদ, মো: উমর আরজু, মো: জুয়েল আহমেদ, সাকিব আহমদ, আলী মোহাম্মদ ইমন, তাহমিম আহমেদ নাঈম, মিজানুর রহমান লাহিন, ছামিউর রহমান তোহা, আবু সাহমা তিহাম প্রমুখ।