নেলসন ম্যা‌ন্ডেলা ও মহাত্না গান্ধী স্বর্নপদক পুরুস্কা‌রে ভূষিত হ‌য়ে‌ছেন। মো. শাহজাহান মাস্টার


FavIcon
অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728


মো. শাহজাহান মাস্টার। কর্মদক্ষ ও গ্রা‌মের শি‌ক্ষিত একজন রাজনী‌তিকের নাম। যৌব‌নের শুরুটা কা‌টি‌য়ে‌ছেন মানুষ গড়ার কা‌রিগর হি‌সে‌বে। ১৯৭০ থে‌কে ৮৫ সাল পর্যন্ত সুনামগঞ্জের টেংরা‌ ‌নিম্নমাধ্য‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক, ৮৬ সাল থে‌কে ৯১ পর্যন্ত তি‌নি দোয়ারাবাজার উচ্চ বিদ্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ৯২ থে‌কে ২০০৩ সাল পর্যন্ত পর পর দুই বার বৃহত্তর লক্ষ্মীপুর ইউ‌নিয়‌নের নির্বা‌চিত চেয়ারম্যান, ২০১১ সা‌লে নবগ‌ঠিত সুরমা ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্রথম নির্বা‌চিত চেয়ারম্যান। বিগত ফখরু‌দ্দিন মঈনু‌দ্দিন এর তত্তাবধায়ক সরকা‌রের আম‌লে উপ‌জেলা দুর্ণী‌তি প্র‌তি‌রোধ ক‌মি‌টির সভাপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন। এছাড়া জাতীয়তাবাদী দল বিএন‌পির প্র‌তিষ্ঠাকালীন সম‌য়ে উপ‌জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক ও পরবর্তী‌তে একা‌ধিকবার উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তির দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। বর্তমা‌নে জেলা বিএন‌পির নির্বাহী সদস্য হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন। তি‌নি দোয়ারাবাজার ও ছাতক উপ‌জেলাসহ সুনামগঞ্জ জেলায় একজন পরিচিত মুখ রাজনীতিবিদ। দক্ষ গ্রাম্য সা‌লিশ বিচারক হি‌সে‌বে তিনি সবার কা‌ছে বি‌শেষ ভা‌বে সমাদৃত। বসতবাড়ী দোয়ারাবাজার উপ‌জেলার বর্তমান সুরমা ইউ‌নিয়‌নের ‌গি‌রিশনগর গ্রা‌মে। ‌তি‌নি সমাজ‌সেবায় স্বীকৃ‌তি স্বরুপ ই‌তোম‌ধ্যে নেলসন ম্যা‌ন্ডেলা ও মহাত্না গান্ধী স্বর্নপদক পুরুস্কা‌রে ভূষিত হ‌য়ে‌ছেন।

বি:দ্র: লেখা টি আহমেদ হোসাইন এর প্রোফাইল থেকে নেয়া

ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ