সাফজয়ীদের জন্য পুরস্কার কত, জানাল বিসিবি


FavIcon
অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728


মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে ফিরেছে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে লাল-সবুজের দল। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে চ্যাম্পিয়ন হওয়া সাবিনা-সানজিদাদের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেটির অঙ্ক জানাল।


বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ পুরস্কারের অঙ্ক জানিয়েছে বিসিবি। সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা দেবে সংস্থাটি।

সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপে পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তখন অর্থের পরিমাণ না জানালেও বলেছেন বড় অঙ্কের পুরস্কার দেবেন সাফজয়ীদের।


মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি।

ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ