জুলাই অভ্যুত্থান নিয়ে জাবিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728


জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনসংলগ্ন ছবি চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যা চলবে আগামী শনিবার পর্যন্ত।

আয়োজকরা বলছেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার নৃশংসতা এবং সন্ত্রাসী ছাত্রলীগের হামলায় আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ যারা শহীদ হয়েছেন এবং ছাত্রদলের ওয়াসিমসহ যেসব নেতাকর্মী আহত ও শহীদ হয়েছেন তাদের স্মরণে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সংগঠক রাসেল মাহমুদ বলেন, ‘সাধারণ ছাত্র-জনতা এবং জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাসী তারা সবাই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে ন্যায়ের পক্ষাবলম্বন করে জুলাই-আগস্টে যে গণ-অভ্যুত্থান ঘটিয়েছেন সেই চেতনা যেন হারিয়ে না যায় এবং শহীদের আত্মত্যাগ চিরস্মরণীয় করে রাখার জন্য আমাদের এই আয়োজন।


বাংলাদেশে যাতে ফের কেউ ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করতে না পারে সে জন্য সদা জাগ্রত থাকব।’
শাখা ছাত্রদলের আরেক সংগঠক ফেরদৌস রহমান বলেন, ‘শহীদের আত্মত্যাগ চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। তারা যাতে আমাদের মধ্য থেকে হারিয়ে না যান এবং জাতি যাতে তাদের আজীবন স্মরণ করে সে জন্য আমরা কাজ করে যাব।’

আলোকচিত্র প্রদর্শনী নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সহসভাপতি মো. ফয়সাল হোসেন বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনার বিদায় হয়েছে।


ফ্যাসিস্ট হাসিনার বর্বরতা যাতে যুগে যুগে মানুষ মনে রাখে তারই অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আজকের এই আলোকচিত্র প্রদর্শনী। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বর্বরতা বাংলাদেশের ইতিহাসে কালো একটি অধ্যায় হয়ে থাকবে। ভবিষ্যতে সম্মিলিত ছাত্র ঐক্য গড়ে তুলে এই ফ্যাসিস্ট হাসিনার দল কখনো যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’

ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ