আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ড এর সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নাবিন রাজা চৌধুরী,


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ছবির ক্যাপশন: ad728

সিলেট সিটি কর্পোরেশন এর ৭নং ওয়ার্ড এর সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নাবিন রাজা চৌধুরী, গরীবের বন্ধু নিপীড়িত জনতার আস্থার প্রতীক তরুণ উদীয়মান ব্যাক্তি তিনি চান মানুষের ভালোবাসা পেতে,বিগত দিনে তিনি দুস্থ ছাত্র-ছাত্রী অসুস্থ রোগী বেকার যুবক মসজিদ-মাদ্রাসা মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে মানুষের কল্যাণে কাজ করেছেন। আজও তিনি তার নৈতিক দায়িত্ব থেকে দুরে সরে যেতে পারেননি,মানব সেবা টা তার নেশায় পরিনত হয়ে গেছে, তিনি বর্তমানে যুক্তরাজ্যে থেকে এলাকার মানুষের সকল প্রকার সমস্যা সমাধান করে চলেছেন। ৭নং ওয়ার্ড একাদিকবসীন্দা জানান- নাবিন রাজা চৌধুরী  দীর্ঘ থেকে মানব সেবার প্রতি তার সজাগ দৃষ্টি ছিলো আজও তিনি মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছেন।

এদিকে " টাইমস সিলেট 'কে দেয়া একটি সাক্ষাতকারে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নাবিন রাজা চৌধুরী, বলেন- আমি নেতা হতে চাই না, আমি মানুষের মাঝে থেকে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। নগরীর ৭নং ওয়ার্ড 'কে উন্নয়ন মূলক কাজ করে সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এলাকা বাসী আমাকে অনেক বিশ্বাস করে, তাদের সুখ দুঃখের সাথী হয়ে আছি থাকবো ইনশাআল্লাহ।

নাবিন রাজা চৌধুরী আরোও বলেন - আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আমার এলাকা বাসী আমাকে সুযোগ দিলে আমি মডেল এবং পরিপূর্ণ ডিজিটাল শহর বাস্তবায়নে আমি নাবিন নিরলস পরিশ্রম করে ৭নং ওয়ার্ড কে আধুনিক ওয়ার্ড এ রূপান্তরিত করবো ইনশাআল্লাহ, আমি আশাবাদী জনগণ এখন আর বোকা নেই, সঠিক প্রার্থী বিবেচনা করতে তারা ভুল করবে না।



আলোচিত শীর্ষ ১০ সংবাদ