সিলেটের তিনটি উপজেলায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ছবির ক্যাপশন: ad728

সিলেটের তিনটি উপজেলায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে সিলেটের সদর, কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন - অনসার আলী, মাসুক আহমেদ (৪১) ও  রেদওয়ান আহমদ (১৯)।


পুলিশ সূত্রে জানা যায়,  সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে অনসার আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মফিজ খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামের বাসিন্দা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।



শাহপরান থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন, সকালে নিজ বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান অনসার আলী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এদিকে রোববার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর স্কুলের পাশের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান মাসুক আহমেদ (৪১)। মাসুক উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে।


কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এর আগে ভোরে সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে রেদওয়ান আহমদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সুফিয়ান আহমদ (১৬) নামে আরোও একজন। রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রাম সংলগ্ন ডুবির হাওরে এ ঘটনা ঘটে। 

 

নিহত রেদওয়ান আহমদ সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে ও সিলেট এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র।

 

বিশ্বনাথ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল মিয়া জানান, গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরার উদ্দেশ্যে পুকুর সেচ করছিলেন কিছু যুবক। এ সময় বজ্রপাতে দুই জন আহত হন। পরে তাদের হাসপতালে নিওয়া হলে ডাক্তার রেদওয়ান আহমদ (১৯) মৃত ঘোষণা করেন।